মধ্যরাতে মিরপুর সনি সিনেমা হলের সামনে রহস্যজনক ধোঁয়া! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ : মিরপুর সনি সিনেমা হলের সামনে প্রচণ্ড ধোঁয়ার উপস্থিতি থাকলেও কোথাও কেউ আগুন খুঁজে পাচ্ছে না। রহস্যজনক এ ধোঁয়ায় অনেকের নাক-চোখ জ্বালাপোড়া করছে। আবার অনেকে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার কথা জানিয়েছেন। এ নিয়ে বাসিন্দাদের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে। এদিকে ফায়ার সার্ভিস এসেও আগুনের কোনো খোঁজ পায়নি। তবে তারা বলেছেন, এটা বিষাক্ত গ্যাস হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে প্রচণ্ড ধোঁয়ায় মিরপুর সনি সিনেমা হলের আশপাশ অন্ধকার হয়ে যায়। এ সময় ধীরে ধীরে রাস্তায় জড়ো হতে থাকে বাসিন্দারা। কিন্তু তারা আগুনের কোনো খোঁজ পায়নি।

Advertisement


স্থানীয়রা জানায়, হঠাৎ প্রচণ্ড ধোঁয়া দেখে তারা ভেবেছে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু রাস্তায় নেমে আগুনের চিহ্নমাত্র পাওয়া যায়নি। তবে এটাকে স্বাভাবিক ধোঁয়া মনেহয়নি স্থানীয়দের। এরইমধ্যে অনেকের নাক চোখ জ্বলতে শুরু করেছে। কারও কারও শ্বাসকষ্ট বেড়ে গিয়ে প্রবলভাবে ঘামছিলেন।

স্থানীয় বাসিন্দা রফিক বলেন, ‘আগুন লাগার আশঙ্কা থেকে বাসা থেকে বের হয়ে দেখি আগুন নেই। কেবল চারপাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। কিন্তু কিছুক্ষণ থাকার পর চোখে প্রচণ্ড জ্বালা শুরু হয়েছে। এটা কোনোভাবেই স্বাভাবিক ধোঁয়া মনেহয়নি।’

Advertisement

মাজহারুল নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, ‘সবার মতো আমিও আগুনের অনুসন্ধান করছিলাম। দেখলাম ফায়ার সার্ভিসও এসেছে। কিন্তু তারাও আগুনের খোঁজ পায়নি। আমার চোখ প্রচণ্ড জ্বলছে। এখানে থাকা সম্ভব নয়। এরইমধ্যে আমরা সঙ্গে থাকা বন্ধু মাহমুদ সজল অসুস্থ হয়ে পড়েছে। তার শ্বাসকষ্টের সমস্যা আছে। সে প্রায় মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। পরে তাকে ইনহেলার দিয়ে রিকশায় তুলে বাসায় পাঠিয়েছি।’
আদনান মুকিত নামে একজন বলেন, ‘আমরা মুখে মাস্ক থাকার পরে জিহ্বা জ্বলছে। চোখ মেলে তাকানো যাচ্ছিল না। পরে দ্রুত ওই স্থান ত্যাগ করেছি।’

Advertisement


এদিকে ফায়ার সার্ভিস বলছে, প্রচণ্ড ধোঁয়ার খবর পেয়ে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। কিন্তু কোথাও আগুনের উপস্থিতি পাওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজেও কেবল ধোঁয়া লক্ষ্য করা গেছে। এটা কোনো বিষাক্ত গ্যাস হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement


মিরপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার ইকবাল হোসেন বলেন, ‘আমরা আগুনের কোনো সন্ধান পাইনি। আমাদের চোখ-জিহ্বা জ্বালাপোড়া করছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অ্যামোনিয়া গ্যাস থেকে এমনটা হতে পারে।’
মিরপুর সনি সিনেমা হলের সামনে রহস্যজনক ধোঁয়া, আগুনের খোঁজ পায়নি ফায়ার সার্ভিস। ছবি: আবু সাঈদ নিশান