ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার,২৮ জানুয়ারি ২০২৪ : কলকাতা- নামটা উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে ট্রাম, হলুদ ট্যাক্সি, আর হাতে টানা রিকশার দৃশ্য।সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর গড়ের মাঠের সবুজ ঘাস।সবকিছুকে মাড়িয়ে ট্রাম আর হলদে ট্যাক্সির আভিজাত্যের ভিড়ে কিভাবে এলো হাতে টানা রিকশা?
Advertisement
ঘোড়ায় টানা এবং মোটরগাড়ির দাপটে এ্রই উপমহাদেশে পালকির দিন ঘুচে গেছিলো অনেক আগেই।তার কফিনে শেষ পেরেক ঠুকে দেয় রিকশা।রিকশার পুরো নাম ‘জিন রি কি শ’।জাপানি ভাষায় যার অর্থ মানুষ টানা গাড়ি।পরে লোকের মুখে মুখে ছোট হতে হতে এই যানের নাম হয়ে যায় ‘রিকশা’।শুরুতে জাপান থেকে এই বিশেষ যান পৌঁছায় চীনের সাংহাই শহরে।
Advertisement
ভারতে প্রথমবার এর চাকা গড়ায় ১৮৮০ সালে, শিমলায়।আর শিমলা থেকে কলকাতায় সেই রিকশা আসতে সময় লেগে যায় দীর্ঘ ২০ বছর।প্রথম দিকে রিকশা ছিলো মানুষের হাতে টানা ও দুই চাকার। ছোট বড় দুধরনের রিকশা চলতো কলকাতার রাস্তায়।বড়গুলোতে দুজন আর ছোট রিকশায় থাকতো এক জনের বসার জায়গা।অনেক পরে রিকশায় বসানো হয় চেইন ও প্যাডেল।আর রিকশার ঘন্টার টুংটাং শব্দের আড়ালে চাপা পড়ে যায় পালকির গান।নতুন আসা এই যানটি ছিলো কলকাতার চীনা বাসিন্দাদের তত্বাবধানে।কলকাতায় প্রথম দিকে রিকশা চালকরা সবাই ছিলেন চীনা সম্প্রদায়ের।নিজেদের প্রয়োজনেই চীনা সম্প্রদায়ের কিছু মানুষ কলকাতায় রিকশা আমদানি করেন।তবে কয়েক বছরের মধ্যেই এই রিকশা চালক পেশায় আধিপত্য বিস্তার করে ভারতীয়রা।আর সময়ের বিবর্তনে এই সময়ে এসে কলকাতার সেই হাতে টানা রিকশা প্রায় পৌঁছে গেছে জাদুঘরের চৌহদ্দিতে।