ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মেহেরপুর প্রতিনিধি,বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ : প্রচণ্ড শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। মাঝারি থেকে এবার বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা এক ডিগ্রি কমলেও উত্তরের হিমেল হাওয়ার দাপট একটুও কমেনি। ফলে শীতের তীব্রতা আগের মতোই আছে।
Advertisement
তবে এদিন সকাল ৮টা থেকে সূর্যের দেখা মিলেছে। এ কারণে সকাল থেকে সাধারণ মানুষকে কিছুটা হলেও বাইরে বের হতে দেখা গেছে। তবে তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। তাদের প্রতিদিনের আয়ে ভাটা পড়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে।
Advertisement
এদিকে, তীব্র ঠান্ডায় হেলমেট পরে রিকশা চালাতে দেখা গেছে মেহেরপুরের এক ব্যক্তিকে। ওই রিকশাচালক বলেন, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমি পেটের দুঃখে রিকশা চালাতে এসেছি। আমি অ্যাজমা রোগী। আমার দুইটা ছেলে একটা মেয়ে। তাদের ভরণ-পোষণ করতে হবে তো আমাকে। ঠান্ডা থেকে বাঁচতে পলিথিন পরে আমি চারটি জ্যাকেট পড়েছি, তার ওপরে চাদর দিয়েছি। তারপরও ঠান্ডা লাগে।
Advertisement

মেহেরপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
অন্যদিকে, প্রচণ্ড ঠান্ডার কারণে কোল্ড ইনজুরি ও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে মাঠের ফসলে। বিভিন্ন ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করেও সমাধান মিলছে না বলে জানিয়েছেন কৃষকেরা।
Advertisement
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন বলেন, ‘বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগ, খুলনার নির্দেশক্রমে তাপমাত্রাজনিত কারণে ২৩ এবং ২৪ জানুয়ারি মেহেরপুর জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।’