ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ : গাড়ি ভাড়া নিয়ে সেই যাত্রীদের সর্বস্ব লুটে নেয়া ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়ি চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে, সেই গাড়ি ব্যবহার করে ছিনতাই করতো। এদের বিচরণ ছিলো ঢাকা মহানগরসহ নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায়।
Advertisement
ছিনতাইকারী এ চক্রটি গাড়ি নিয়ে ছদ্মবেশে দুই ভাগে বিভক্ত হয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষা করতো। একেকটি দলে থাকতো দুই থেকে তিনজন। তাদেরই আরেকজন প্রাইভেটকারের চালক সেজে দূরবর্তী কোনো স্থানে যাওয়ার কথা বলে লোক তুলতো।
অন্য ছিনতাইকারী যাত্রীবেশে প্রাইভেটকারে উঠে এবং ভিকটিমকেও গাড়িতে উঠতে প্রলুব্ধ করে। পরে সেই যাত্রীকে গাড়িতে তোলার পর পথে তার সর্বস্ব ছিনিয়ে নেয়। এমনকি ক্রেডিট বা ডেভিড কার্ডের পিন নিয়ে টাকাও তোলে।
যাত্রী পরিবহনের কথা বলে গাড়ি ভাড়া নিয়ে চক্রটি মালিকের অজান্তে সেই গড়ি ছিনতাইয়ের কাজে ব্যবহার করতো।
Advertisement
এই চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। উদ্ধার করা হয়েছে প্রাইভেট কার ও ছিনতাই করা নগদ টাকা। ভুক্তভোগীরা জানান ভয়াবহ অভিজ্ঞতার কথা।
একজন ভুক্তভোগী নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তিনি উত্তরা যাওয়ার জন্য ২ জানুয়ারি রাতে রাজধানীর সৈনিক ক্লাব এলাকায় অপেক্ষা করছিলেন- এসময় তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি একই জায়গায় যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ওঠে এবং তাকেও গাড়িতে উঠতে বলে।
দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য ভুক্তভোগী ওই ব্যক্তিও গাড়িতে ওঠেন। শেষে তিনি কিছু বুঝে ওঠার আগেই ওই চক্রের সদস্যরা তার হাত-পা বেধে ফেলে।
ডিবির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত দেড় মাসে এই চক্রটি দুই ডজনেরও বেশি ছিনতাই করেছে।
Advertisement
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে রাইড শেয়ার করার সময় যাত্রীদের ও গাড়ির মালিকদের আরও সচেতন থাকার আহ্বান জানায় গোয়েন্দা পুলিশ।