উপজেলা ভাইস চেয়ারম্যানকে কিল-ঘুষি-লাথি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুমিল্লার দাউদকান্দি প্রতিনিধি ,শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ : কুমিল্লার দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনার ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

Advertisement

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে দাউদকান্দি মডেল মসজিদে নামাজের পর মায়ের কবর জিয়ারত করে বাসায় ফেরার পথে দাউদকান্দি বিশ্ব রোড এলাকায় কেন্দ্রীয় ঈদগার সামনে এ ঘটনা ঘটে।


তরিকুল ইসলাম নয়ন দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন হেঁটে আসার সময় ৪ থেক ৫ যুবক তার গতিরোধ করে কিল, ঘুষি ও লাথি মারে। পরে ওই ভাইস চেয়ারম্যান হেঁটে ঘটনাস্থল থেকে চলে যান।
এ বিষয়ে তরিকুল ইসলাম নয়ন সময় সংবাদকে জানান, জুম্মার নামাজ পড়তে আমি দাউদকান্দি মডেল মসজিদে যায়। সেখানে বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেবও নামাজ পড়েন। আমি নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করে বাসায় ফেরার পথে নৌকার সমর্থকরা আমার ওপর হামলা করে।

Advertisement

কারণ এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পক্ষে কাজ না করায় তার সমর্থিত লোকজন আমার ওপর অতর্কিত হামলা করে। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সময় সংবাদকে জানান,

এ ঘটনা সম্পর্কে আমি শুনেছি। এটি নিন্দনীয় ঘটনা, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত বা কেন করেছে সেটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার সময় সংবাদকে জানান, ভাইস চেয়ারম্যান যা বলছে তা মিথ্যা কথা। আওয়ামী লীগের কর্মী বা সমর্থকেরা তার ওপর হামলা করেনি। ব্যক্তিগত শত্রুতার কারণে কে বা কাহারা তার ওপর হামলা করেছে, আর দোষ দেয়া হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর।

দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন। ছবি: সংগৃহীত