ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি ,বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ নিয়ে টানা চতুর্থবার ক্ষমতায় এলো দলটি। ভোটের পর গত ১০ জানুয়ারি দুপুরে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ হয়। আর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয়। এদিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
Advertisement
এদিকে নতুন মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এসেছে। বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন জায়গা পাননি নতুন মন্ত্রিসভায়। আর প্রথমবারের মতো যুক্ত হয়েছেন ১৪ জন। এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
যেসব মন্ত্রানালয়ে দায়িদ্ব পেলেন যারা
১. শেখ হাসিনা – প্রধানমন্ত্রী + প্রতিরক্ষামন্ত্রী
২. ওবায়দুল কাদের – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
৩. ড. হাছান মাহমুদ – পররাষ্ট্রমন্ত্রী।
৪. আ ক ম মোজাম্মেল হক – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
৫. কর্নেল অব. ফারুক খান – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।
৬. নাজমুল হাসান – যুব ও ক্রীড়া মন্ত্রী।
৭. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন- শিল্পমন্ত্রী।
৮. আসাদুজ্জামান খান – স্বরাষ্ট্রমন্ত্রী।
৯. মো. তাজুল ইসলাম – স্থানীয় সরকার মন্ত্রী।
১০. আবুল হাসান মাহমুদ আলী – অর্থমন্ত্রী।
১১. আনিসুল হক – আইনমন্ত্রী।
Advertisement
১২. আব্দুল শহীদ – কৃষিমন্ত্রী।
১৩. সাধন চন্দ্র মজুমদার – খাদ্যমন্ত্রী।
১৪. র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী – গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।
১৫. আব্দুর রহমান – মৎস্য ও প্রাণিসম্পদ।
১৬. নারায়ণ চন্দ্র চন্দ – ভূমিমন্ত্রী ।
১৭. আব্দুস সালাম – পরিকল্পনামন্ত্রী।
১৮. মহিবুল হাসান চৌধুরী – শিক্ষামন্ত্রী।
১৯. ডা. দীপু মনি – সমাজকল্যাণ মন্ত্রী।
২০. সাবের হোসেন চৌধুরী – পরিবেশ ও জলবায়ু মন্ত্রী।
২১. জাঙ্গাঙ্গীর কবির নানক – বস্ত্র ও পাট।
২২. ফরহাদ হোসেন – জন প্রশাসন মন্ত্রী।
২৩ ফরিদুল হক খান – ধর্মমন্ত্রী।
Advertisement
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ২২২টি আসনে জয় পায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে, স্বতন্ত্র প্রার্থী জিতেছে ৬২ আসনে। আর আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।