ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,বুধবার, ১০ জানুয়ারি ২০২৪ : নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রীকে রক্ষা করেছেন পুলিশ কন্সটেবল মোহাম্মদ আলী৷ শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় বিষয়টি জানান পুলিশ এই কন্সটেবল।
Advertisement
আগুনের ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ‘চ’ বগির পেছনের বগিতে দাঁড়িয়ে আসছিলাম৷ এদিকে মানুষজন চিল্লাই (চিৎকার) উঠছে, আগুন ধরছে, আগুন ধরছে৷ তাকিয়ে দেখি কোচ ধোঁয়াতে অন্ধকার হয়ে গেছে৷ পরে আমি কোচের পেছন দিকে যেতে লাগলে মানুষজন বললো ভাই তাড়াতাড়ি নেমে যান আগুন লাগছে৷
তিনি বলেন, তখন আমার মাথায় বুদ্ধি এলো চেইন টান দিতে হবে৷ তখন ধোঁয়ার কারণে চেইন আর খুঁজে পাই না৷ পরে মানুষের ভিড় ঠেলে আরেক বগিতে গিয়ে চেইন ধরে টান দিলাম, তখন ট্রেন থামালাম।
Advertisement
তিনি আরও বলেন, তখন ট্রেন থেকে বের হবার পথে প্রচুর মানুষ দেখে আমি উপায় না পেয়ে জানালা দিয়ে নামতে চেষ্টা করি৷ জানালা দিয়ে নামতে গিয়ে এক পা ভেতর থেকে গেলে আমি ঝুলন্ত অবস্থার মধ্যে পড়ে যাই৷ পরে জুতা ফেলে বের হয়ে এসেছি৷
Advertisement
প্রসঙ্গত, শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের ৫টি বগিতে আগুন আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।