ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি ,মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪ : বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরনগরীর খুলশীর পাহাড়তলী কলেজ এলাকায় নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন দু’পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে গ্রেপ্তার করেছে র্যাব। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি র্যাব।
Advertisement
নগর পুলিশের এক কর্মকর্তা শামীমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তবে কখন, কোথায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি জানাননি পুলিশের ওই কর্মকর্তা।
এর আগে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, পাহাড়তলী এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়া শামীমকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আশা করছি তাকে আজকের মধ্যেই গ্রেপ্তার করতে পারব আমরা।
Advertisement
এর আগে ভোটগ্রহণের দিন অর্থাৎ, রোববার সকাল সাড়ে ১০টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পাহাড়তলী কলেজ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মনজুর আলমের নির্বাচনী ক্যাম্পের সামনে প্রকাশ্যে এক যুবককে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে দেখা যায়। এ দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ ওই যুবককে শামীম আজাদ হিসেবে চিহ্নিত করেন।
Advertisement
এদিকে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল নামে দু’জন গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।