কুমিল্লায় কপাল পুড়েছে ৪ এমপির

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি ,সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে কুমিল্লার ১১টি আসনে চার স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। এতে কপাল পুড়েছে বর্তমান ৪ সংসদ সদস্যের।

Advertisement

রোববার (৭ নভেম্বর) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। নৌকা নিয়ে হেরে যাওয়ার তালিকায় রয়েছেন- সেলিমা আহমাদ মেরি, ইউসুফ আব্দুল্লাহ হারুন, রাজী মোহাম্মদ ফখরুল ও অ্যাডভোকেট আবুল হাসেন খান।

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরিকে হারিয়ে জয়ী হয়েছেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মজিদ।

Advertisement

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনকে হারিয়ে জিতেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে হারিয়ে বিজয়ী হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

 

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আসনটিতে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসান খান তৃতীয় হয়েছেন।

Advertisement

এই আসনে জিতেছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ জাহের। তিনি পেয়েছেন ৬৫ হাজার ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৬১ হাজার ৫২২ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাশেম খান পেয়েছেন ২২ হাজার ৩১৫ ভোট।