ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা-১৪ প্রতিনিধি ,রোববার, ০৭ জানুয়ারি ২০২৪ : ঢাকা-১৪ আসনের একটি কেন্দ্রের গোপন কক্ষে (বুথ) সহকারী প্রিসাইডিং অফিসার খাবার খেতে বসায় ভোটারকে বাইরে ভোট দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
Advertisement
রোববার (৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে মিরপুর শাহ আলী মহিলা কলেজের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ২০৪ নং প্রশাসনিক কক্ষে ভোট চলছিল। দীর্ঘ অপেক্ষায় ভোটার না আসায় সহকারী প্রিসাইডিং অফিসার গোপন কক্ষে খেতে বসেন। এসময় একজন ভোটার ভোট দিতে এলে সহকারী পোলিং অফিসার ব্যালটে স্বাক্ষর নিয়ে তাকে ভোট দিতে বলেন। গোপন কক্ষে একজন খাওয়ারত অবস্থায় থাকায় বাইরেই ভোট দেন ভোটার।
Advertisement
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারী প্রিসাইডিং অফিসার মো. নাসির উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমার ডায়াবেটিস। সকাল থেকে না খাওয়ায় সেখানে খাইতে যাই। আমি আর কিছু বলতে পারবো না। আমি অসুস্থ মানুষ।’
Advertisement
এ বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খন্দকার সোলাইমান জাগো নিউজকে বলেন, ‘গোপন কক্ষে ভোট ছাড়া কোনো কিছু করার সুযোগ নেই। আর বাইরে ভোট দেওয়ারও কোনো নিয়ম নেই।’