সারাদেশে আমিই বোধহয় অভূতপূর্ব সাড়া পেয়েছি: ব্যারিস্টার সুমন (ভিডিও)

SHARE

 

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),হবিগঞ্জ-৪ প্রতিনিধি ,রোববার, ০৭ জানুয়ারি ২০২৪ : সারা বাংলাদেশে আমি মনে হয় খুবই ভাগ্যবান। সব থেকে বেশি সাড়া আমিই পেয়েছি আসলে। একে অভূতপূর্ব বলা যায়। রোববার (৭ জানুয়ারি) হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়ে এমনটাই বলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

Advertisement

এসময় তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, আজকের দিনটি চুনারুঘাট-মাধবপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। হবিগঞ্জে ৪টি আসনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে আশঙ্কা তো থেকেই যাবে বিকাল ৪টা পর্যন্ত।

Advertisement

ব্যারিস্টার সুমন বলেন, ফুটবলের সঙ্গে যুক্ত থাকার কারণে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি অনেক সাড়া পেয়েছি। এবার আমার এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়ে আমি নিজের চোখে অভূতপূর্ব সাড়া দেখতে পেয়েছি।

Advertisement

হবিগঞ্জে মোট ৯টি উপজেলা ও ৬টি পৌরসভা রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ১ হাজার ৬৬০ জন। পুরুষ ভোটার ৮ লাখ ৫৯ হাজার ৬০৯ জন, মহিলা ৮ লাখ ৪২ হাজার ৩৮ জন ও হিজরা ১৩ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৩৫টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ৬১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তদারকি টিম মোট ৮টি, ৯টি স্পেশাল স্ট্রাইটিং ফোর্স, পুলিশ সদস্য রয়েছে ১ হাজার ৮৭৫ জন। আনসার রয়েছে ৯টি টিম। র‍্যাবের ৮টি টহল টিম মাঠে কাজ করছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৯ জন রয়েছেন। বিজিবি আছে ১৭ প্লাটুন। তদন্ত কমিটি আছে ৪টি।