১০ জানুয়ারি চালু হচ্ছে বিআরটিসির ছাদখোলা ট্যুরিস্ট বাস (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজার প্রতিনিধি ,বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ : কক্সবাজারে আসা পর্যটকদের ভ্রমণ আরও আনন্দময় করতে ছাদখোলা দ্বিতল ট্যুরিস্ট বাস চালু করছে কক্সবাজার জেলা প্রশাসন। আগামী ১০ জানুয়ারি থেকে মেরিন ড্রাইভ সড়কে পর্যটন বাসগুলো চলাচল করবে।

Advertisement

বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক বাস দুটির একটি ৫৬ এবং অপরটি ৭৫ আসনবিশিষ্ট। সমুদ্রসৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে জেলা প্রশাসনের তথ্যকেন্দ্রে বাসগুলোর টিকিট পাওয়া যাবে। টিকিটের দাম ধরা হয়েছে আপার ডেকে (ছাদ) ৭০০ টাকা আর লোয়ার ডেকে (নিচতলা) ৬০০ টাকা। প্রথম ট্রিপ শুরু হবে সকাল ৯টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ১০টায়। বাসগুলো প্রেসিডেন্ট বিচ পয়েন্ট, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক হয়ে সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত ছয়টি স্থানে যাত্রাবিরতি দেবে।

Advertisement

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে সমঝোতা সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিসির পরিচালক ড. অনুপম সাহা। প্রধান অতিথি বলেন, পর্যটন নগরীতে বিআরটিসির ডিপো করার পরিকল্পনা আছে। পরবর্তী সময়ে এ সুবিধা আরও বাড়ানো হবে।

Advertisement

জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, পর্যটকদের কথা মাথায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেরিন ড্রাইভ দিয়ে ছয়টি স্থান পরিদর্শন করা যাবে বাস দুটিতে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, এটি পর্যটকদের জন্য বিশেষ সুযোগ। দৃষ্টিনন্দন বাসগুলোতে স্বল্পমূল্যে মেরিন ড্রাইভ সড়কে নির্বিঘ্নে ঘোরা যাবে।