ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পিরোজপুর ২ প্রতিনিধি ,বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ : আছিয়া বেগম। একজন ইউপি সদস্য। তার স্বামী আবুল বাশার এবছর ন্যাশনাল পিপলস পার্টি থেকে পিরোজপুর ২ আসনে নির্বাচনে লড়ছেন।
Advertisement
তবে স্বামীর জয়ের ব্যাপারে আশাবাদী নন এই নারী। উন্নয়নে বিশ্বাস করে অন্য প্রার্থীর প্রচারে নেমেছেন। তার কথা, এতে সংসার ভেঙে গেলেও পেছনে ফিরবেন না।
ভান্ডারিয়া-কাউখালী উপজেলা নিয়ে পিরোজপুর-২ আসনে ভোট চেয়ে বেড়াচ্ছেন সাতজন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। এই আসনেই ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবুল বাশার। তার স্ত্রী আছিয়া বেগম ইউনিয়ন পরিষদের সদস্য। কিন্তু স্বামীর প্রচারে তিনি নেই।
Advertisement
বরং প্রচার চালাচ্ছেন আরেক প্রার্থী মহিউদ্দিন মহারাজের।
প্রতিদিন স্থানীয় নারীদের নিয়ে মানুষের কাছে মহিউদ্দিন মহারাজের জন্য ভোট চাইছেন আছিয়া বেগম। এজন্য স্বামী যদি তালাক দেয়, তাতেও আক্ষেপ নাই তার।
Advertisement
আছিয়া বেগমের এই সিদ্ধান্তকে অবশ্য খুব একটা খারাপভাবে নেয়নি এলাকাবাসী। তাদেরও কথা, স্বামী জিতবে না, তাই অন্যের জন্য প্রচার চালাচ্ছেন আছিয়া বেগম।
আওয়ামী লীগের ছেড়ে দেওয়া পিরোজপুর-২ আসনে প্রধান প্রার্থী জাতীয় পার্টি-জেপির আনোয়ার হোসেন মঞ্জু। আর প্রধান প্রতিদ্বন্দ্বী তারই সাবেক পিএস স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ।