ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজবাড়ীর দৌলতদিয়া প্রতিনিধি ,শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ : রাজবাড়ীর দৌলতদিয়ার পূর্বপাড়া যৌনপল্লীতেও লেগেছে ভোটের হাওয়া। ভোট দেয়ার অপেক্ষায় ১৩শ’ যৌনকর্মী। সমাজের পিছিয়ে পরা এই নারীরা এতদিন নির্দিষ্ট সীমানায় থাকলেও এখন ভোট উৎসবে মেতেছেন তারা, অংশ নিচ্ছেন নির্বাচনী বিভিন্ন কাজে। বলছেন, এবার তারা ভোটের বিনিময়ে আদায় করতে চান সকল মৌলিক ও নাগরিক অধিকার।
Advertisement
প্রকৃতির সব আলোই যেখানে বিবর্ণ। জীবন ছন্নছাড়া। রাজবাড়ীর পদ্মা পাড়ের পূর্বপাড়া যৌনপল্লীতে সেখানে একদল মানুষের বসবাস, যারা সমাজের প্রায় সব সুবিধা থেকেই বঞ্চিত।
এখানকার বাসিন্দাদের একসময় জাতীয় পরিচয়পত্রের ঠিকানায় লেখা ছিলো ‘পতিতালয়’। একারণেও ভোট নিয়ে তাদের আগ্রহও ছিলো না।
যৌনপল্লীর বাসিন্দাদের ওই বঞ্চনার খবর প্রকাশ করেছিলো একাত্তর টেলিভিশন। এরপর নির্বাচন কমিশনের উদ্যোগে তাদের ঠিকানা লেখা হয় ‘পূর্বপাড়া’।
কয়েকজন যৌনকর্মী বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগের ফলে তারা এখন অন্যত্র গিয়েও কাজ করতে পারছেন। তাছাড়া কোথাও গিয়ে পরিচয় দিতে তাদের সমস্যা হয় না।
Advertisement
নির্বাচনী আমেজ লেগেছে পুরো পূর্বপাড়ায়। আর এখানকার বাসিন্দারা অন্যদের সাথে মিলে অংশ নিচ্ছেন নির্বাচনের বিভিন্ন কাজে, করছেন মিটিং-মিছিল। বলছেন, নতুন সরকারের কাছে ভোটের বিনিময়ে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও বাসস্থানের নিশ্চয়তা চান তারা।
যৌনকর্মী বলছেন, যে প্রার্থী সবসময় তাদের পাশে থাকবেন- তারা এমন প্রার্থীই চান।
নারী নেত্রীরা বলছেন, পূর্বপাড়ার বাসিন্দারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, উপবৃত্তি, রেশনসহ নানান ধরনের সুবিধা পেয়ে আসছে। তবে সরকারিভাবে দেয়া ঘর পাননি কেউই।
অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম বলেন, সরকারি ঘর পাননি কোনো যৌনকর্মী। পরবর্তী জনপ্রতিনিধিদের কাছে তাদের দাবি থাকবে যাতে ঘরের নিশ্চয়তা দেওয়া হয় তাদের।
Advertisement
দ্বাদশ জাতীয় নির্বাচনে এবার এই পল্লী থেকে ভোট দেবেন ১ হাজার ৩১১ জন ভোটার। বলছেন, এবার মৌলিক অধিকার আদায়ে সোচ্চার তারা।