ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি ,শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ : পঞ্চম প্রজন্মের প্রথম পাইলটবিহীন যুদ্ধবিমান উড়িয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এর উদ্বোধন করেন। তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোনের মধ্যে সর্বশেষ সংযোজন এটি। খবর আল আরাবিয়া
নতুন প্রজন্মের এই যুদ্ধবিমানের নাম দেওয়া হয়েছে আনকা-৩। এটি তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।
দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি (টিএআই) জানিয়েছে, যুদ্ধ বিমানটি ১ ঘণ্টা ১০ মিনিট ফ্লাই করে। এ সময়ে এটি ৮ হাজার ফুট উপরে উঠে।
Advertisement
তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) মতে, আনকা-৩ এমন একটি সিস্টেম, যা তার জেট ইঞ্জিনের জন্য দ্রুততর, উচ্চ পেলোড বহন ক্ষমতা রয়েছে এবং এর লেজহীন কাঠামোর সঙ্গে রাডার কম দৃশ্যমান।
এক এক্স বার্তায় এরদোগান বলেন, আশা করি নতুন যুদ্ধ বিমানটি আমাদের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করবে। কারণ যুদ্ধ বিমানটিতে নতুন প্রযুক্তি এবং ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া এর রয়েছে নান্দনিক ডিজাইন।
পাইলটবিহীন যুদ্ধবিমানটি আকাশ-স্থল গোলা, এয়ার-টু-এয়ার গোলা এবং রাডার সিস্টেমসহ প্রাথমিক নিরীক্ষণ, নজরদারি এবং গোয়েন্দা তথ্যের মতো বিভিন্ন মিশন সম্পন্ন করতে পারে।
Advertisement
টিএআই জানিয়েছে, আনকা-৩ যুদ্ধবিমানটি ঘণ্টায় ২৭৭ কিলোমিটার গতিতে উড্ডয়নে করছিল। বৃহস্পতিবার এটি রানওয়ে থেকে উড্ডয়ন করা হয়।
নতুন এই যুদ্ধবিমানটি মাটি থেকেও নিয়ন্ত্রণ করা যাবে। এটি আনকা এবং আনকা-২ এর মডেল অনুযায়ী তৈরি করা হয়েছে। তবে যুক্ত করা হয়েছে নতুন সব ফিচার।
পাইলটবিহীন যুদ্ধবিমানটির কোনো লেজ নেই। ফলে এটি রাডার ফাঁকি দিতে সক্ষম। এটি দ্রুত গতির হওয়ায় স্বল্প সময়ের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে মোতায়েন করা সম্ভব।
Advertisement
আনকা-৩ যুদ্ধবিমানটি ৪০ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়তে সক্ষম। এছাড়া ৩০ হাজার ফুট উচ্চতায় টানা ১০ ঘণ্টা চলতে পারে এটি। আনকা-৩ এর ওজন ৬ হাজার ৫০০ কেজি। এছাড়া এটি ১ হাজার ২০০ কেজির পেলোড নিতে সক্ষম।