ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মী গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ : নাশকতায় জড়িত থাকার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল (৩২) এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশসহ (৪৩) ছাত্রদল এবং যুবদলের বিভিন্ন পদে থাকা‌‌ ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তাদের গ্রেপ্তার করে।

Advertisement

ডিবি জানায়, ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন বানচালের লক্ষ্যে লিফলেট বিতরণ, ভয় সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণসহ নানাবিধ নাশকতায় জড়িত থাকার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল (৩২) এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ (৪৩) সহ ছাত্রদল এবং যুবদলের বিভিন্ন পদে থাকা‌‌ ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

তাদের দেয়া তথ্য মতে নীলক্ষেত এলাকায় একটি ছাপাখানা থেকে ৫০ হাজার লিফলেট ,বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত নানান ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায় বিএনপি নেতা রিজভী, টুকু, সালাম এবং নজরুল ইসলাম খানের নির্দেশনা এবং নেতৃত্বে তারা এ ধরনের কাজ করত।

Advertisement