গাজীপুরে রেললাইন কাটার হোতা যুবদলের টুকু: সিটিটিসি (ভিডিও)

SHARE

https://www.youtube.com/live/bazqCKrRrE4?si=LRHKRs3ErlycvW6n

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর প্রতিনিধি ,সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ : বিএনপির অবরোধের মধ্যে গাজীপুরে রেললাইন কেটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পেছনে মূলহোতা হিসেবে কাজ করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।

Advertisement

ওই নাশকতার ঘটনায় যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তারের পর টুকুর নাম বেরিয়ে আসার কথা জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান আসাদুজ্জামান।

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘নাশকতার ঘটনার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হলেন যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।’

এর আগে গত নভেম্বরে ঢাকায় প্রায় তিন হাজার শক্তিশালী বোমা বানানোর বিস্ফোরকসহ দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করে র‍্যাব।

তখন বোমা বানানোর ওই বিস্ফোরক সরবরাহকারী হিসেবেও সুলতান সালাহউদ্দিন টুকুর নাম আসে।

জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের বেশকিছু অংশ কেটে ফেলায় গত ১৩ ডিসেম্বর ভোরে দুর্ঘটনায় পড়ে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস।

ভাওয়াল স্টেশনের কাছে ভয়াবহ ওই দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি ছিটকে পড়ে পাশের ধানক্ষেতে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার পাশাপাশি তদন্তের নামে সিটিটিসিও। এদিন সংবাদ সম্মেলনে সেই দুইজনের কথা জানান সিটিটিসি প্রধান আসাদুজ্জামান।

Advertisement

train

গ্রেপ্তার ইখতিয়ার রহমান কবির ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে যুবদল নেতা। আরেকজন হলেন- ঢাকার লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের ছাত্রদল সভাপতি ইমন হোসেন।

এদের মধ্যে ইখতিয়ার রহমান কবির রেলে নাশকতা ছাড়াও ঢাকায় অন্তত আটটি বাসে আগুন দেয়ার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন আসাদুজ্জামান।

তিনি বলেন, ২৮ অক্টোবরের পর বিএনপির ডাকা কয়েক দফা হরতাল ও অবরোধে দূরপাল্লার বাস চলাচল কমে গেলেও রেলে কোনো প্রভাব পড়েনি।

‘এ কারণে ব্যাপক আতঙ্ক তৈরির জন্য যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু রেললাইনে নাশকতা ও ব্যাপক প্রাণহানি ঘটানোর পরিকল্পনা করেন।’

আর পরিকল্পনা বাস্তবায়নে টুকু যোগাযোগ করেন ইখতিয়ার রহমান কবিরের সঙ্গে। তাকে ‘দলের উচ্চ পর্যায় থেকে বড় কিছু করার চাপ রয়েছে’ উল্লেখ করে ট্রেনে নাশকতার কাজ বুঝিয়ে দেন টুকু।

রেললাইনের নাশকতায় জড়িত থাকার কথা কবির পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান সিসিটিসি প্রধান আসাদুজ্জামান।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দলটির পক্ষ থেকে সহিংস কর্মসূচি চালানো হচ্ছে। ভোট বর্জন ও প্রতিহত করতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি, এমনকি সরকারকে খাজনা, কর ও বিভিন্ন সেবার বিল না দিতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

বিএনপির সহিংস কর্মসূচিতে প্রায় প্রতিদিনই দেশের নানাস্থানে বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আগুন দেয়া হচ্ছে। এতে বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা।

গাজীপুরে রেললাইন কেটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার মূলহোতা হিসেবে কাজ করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।