ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ : দেশের জাতীয় চিকিৎসা প্রতিষ্ঠানের অধিকাংশই রাজধানীর আগারগাঁও এবং শেরে বাংলা নগরে অবস্থিত। এসব প্রতিষ্ঠান দেশের আঠারো কোটি মানুষের আস্থা ও ভরসার ঠিকানা। কোনো কোনো প্রতিষ্ঠানের বিকল্প নেই বললেই চলে, যেমন-জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতাল।
Advertisement
ঘটনা-দুর্ঘটনায় যে কেউ ছুটে আসেন এখানে। কিন্তু এই হাসপাতালের পদে পদে সিন্ডিকেটের আনা-গোনা। এদের খ্প্পরে পড়ে নিঃস্ব হয়েছেন কত মানুষ, তার কোন হিসাব নেই। গোপনে এই পঙ্গু হাসপাতালের সিন্ডিকেটের খবর জানার চেষ্টা করা হয়।
Advertisement
অভিযোগ আছে, পঙ্গু হাসপাতাল যেন দালাল সিন্ডিকেটের হাতে জিম্মি। চিকিৎসা সেবা প্রদানের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকলেও অভ্যন্তরীণ সিন্ডিকেটের দুর্নীতি ও অনিয়মের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা।
Advertisement
এখানে বখশিশ ছাড়া কোনো কাজ হয় না। পঙ্গু হাসপাতালে টাকা ছাড়া ওয়ার্ডবয় ও আয়াদের কাছ থেকে ন্যূনতম সেবা পান না কোনো রোগী, এমন অভিযোগ অনেকের। পঙ্গু হাসপাতালে রোগী ভাগিয়ে নেয়ার শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। বাহির থেকে আসা রোগীদের বিভিন্নভাবে জিম্মি করে আশেপাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এ সিন্ডিকেট। আর এই কাজ শুরু হয় জরুরি ও বহির্বিভাগের গেট থেকেই ভর্তি পর্যন্ত। কিভাবে রোগী ভাগিয়ে নেন, তার ধারণা পাওয়া গেল এই সিন্ডিকেট মেম্বারের সঙ্গে কথা বলে।