ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ : মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনে জড়িতদের চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি এতে জড়িত বিরোধীদলের দুই কর্মী। ডিবিপ্রধান বলেছেন, শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। ডিএমপি কমিশনার জানান, রেললাইনে নাশকতা ঠেকাতে আনসার বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।
Advertisement
গেল ১৯ ডিসেম্বর ভোররাতে রাজধানীতে প্রবেশের পর মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগে। পুড়ে যায় ৩টি বগি। মা-শিশুসহ প্রাণ হারান ৪ জন। দুই শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ কোরে ডিবি বলছে, ক্যান্টনমেন্ট স্টেশনের পর এবং সৈনিক ক্লাবের আগে এই আগুন লাগে।
তেজগাঁওয়ের সিসি ক্যামেরার ফুটেজ চ্যানেল 24 এর হাতে আসে। সেখানে দেখা যায়, স্টেশনে থামার আগ মুহূর্তে একটি বগিতে আগুন ছিল। গোয়েন্দা তথ্য বলছে, একাধিক লোক আলাদাভাবে ট্রেনের বগি তিনটিতে আগুন দেয়।
ডিবিপ্রধান জানান, হরতাল-অবরোধে আগুন সন্ত্রাসে জড়িতরাই ট্রেনে আগুন দিয়েছে। তাদের চিহ্নিত করা হয়েছে।
Advertisement
ডিএমপি অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ বলেন, যারা এই ট্রেনের বগিতে আগুন লাগিয়েছে তারা কিন্তু ছাড় পাবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, ডিবির সদস্যরা কাজ করছে। আমরা অনেকের নাম ও নাম্বার পেয়েছি। আমরা মনে করি তাদের শিগগিরই গ্রেপ্তার করতে পারব।
র্যাব জানায়, ট্রেনে আগুন দেয়ায় জড়িতদের মধ্যে দু’জন বিরোধীদলের কর্মী ও দু’জন ভাসমান মাদকসেবী।
র্যাব-৩ অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দীন বলেন, দু’জনের নামীয় তালিকা পাওয়া গিয়েছে যারা হচ্ছে বিরোধী দলে এবং দু’জনকে পাওয়া গিয়েছে ভাসমান। ভাসমান বলতে তারা স্টেশনে থাকে, তারা মাদকাসক্ত। তাদেরকে দিয়েই এই কাজ করানো হয়েছে।
ইসির সঙ্গে মতবিনিময়ে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন সামনে রেখে নাশকতা ও আতঙ্ক তৈরি করা হচ্ছে। রেললাইনে নাশকতা ঠেকাতে আনসার বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ট্রেনের বিষয়ে যাতে এ ধরণের সমস্যা না হতে পারে, ট্রেন লাইনে যাতে সমস্যা না হতে পারে সেজন্য আনসারকে অতিরিক্ত দায়িত্ব ইতোমধ্যে দেয়া হয়েছে।
Advertisement
তিন মাস আগেই রেলের নাশকতার শঙ্কা জানিয়ে প্রতিবেদন দিয়েছিল, একটি গোয়েন্দা সংস্থা।
জয়পুরহাটে দুই ট্রেনে আগুন, প্রধান ৩ আসামি গ্রেপ্তার
পৃথক দুটি ট্রেনে আগুন দেয়ার ঘটনায় প্রধান ৩ আসামিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট নিশিপাড়া মহল্লার অপু, তাইজুল ইসলাম এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনার প্রধান আসামি অপু, তাইজুল ও মমিন। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।