হামলার শঙ্কায় এসপি কার্যালয়ে হিরো আলম (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বগুড়া প্রতিনিধি ,শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ : নির্বাচনী প্রচারণার হামলার শঙ্কায় নিরাপত্তা চাইতে পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে যান বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিন সহযোগীসহ তিনি পুলিশ সুপার কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক মাসুদ রানা তাকে গ্রহণ করেন।

Advertisement

আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী। এবার ডাব মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। পরে হিরো আলম পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্তি ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী সঙ্গে কথা বলেন। প্রায় আধাঘণ্টা সেখানে কথার বলার পর অতিরিক্তি ডিআইজি সুদীপ কুমার চক্রবর্ত্তী সংসদ সদস্য প্রার্থী হিরো আলমকে নিয়ে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

হিরো আলম বলেন, নির্বাচন করা না করা নিয়ে অনেক সংশয়ে ছিলাম। প্রতীক বরাদ্দের পরও তা গ্রহণ না করে ভাবনায় ছিলাম। সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেয়ে আজ প্রতীক গ্রহণ করেছি। আগামী শুক্রবার থেকে পুরোপুরি প্রচারণায় নামবো। এর আগে আমার ওপরে হামলা হয়েছে। এজন্য শঙ্কা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি।

Advertisement

তিনি আরও বলেন, ঢাকায় সমস্যা হলে আমরা ডিবি প্রধান হারুন ভাইয়ের কাছে যাই। তবে বগুড়ায় মারধর খাইলে বাঁচতে হলে পুলিশ সুপারের কাছেই আসতে হবে। নির্বাচনী প্রচারণায় কোনো সমস্যা হলে কাহালু ও নন্দীগ্রাম থানা পুলিশ তাৎক্ষণিক সহযোগিতা করতে পারে, এজন্য এখানে আসা। পুলিশ সুপার খুবই আন্তরিক ও ভালো মানুষ। উনি সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অতিরিক্তি ডিআইজি সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, আশরাফুল আলম একজন সংসদ সদস্য প্রার্থী। উনার প্রচারণা থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত সব ধরনের নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শুধু উনিই নন, বগুড়ার সাতটি সংসদীয় আসনের সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রস্তুত আছে। কেউ পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকায় ডিবি কার্যালয়ের মতো বগুড়ায় পুলিশ সুপারের কার্যালয়ে আপ্যায়ন করা হয়েছে কি না জানতে চাইলে হিরো আলম বলেন, এখানে নানারকম ফলসহ নাস্তা দিয়ে আপ্যায়ন করা হয়েছে। পুলিশের সবাই অনেক সহযোগিতা করেছেন। এখানে তো আজই প্রথম আবারও আসলে ডিবির মতো ভাত দিয়েও আপ্যায়ন করবে।

Advertisement

জয়ের ব্যাপারে আশাবাদী দাবি করে হিরো আলম বলেন, গত উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে গেছি। সাধারণ মানুষের অনুরোধেই এবার ভোটে এসেছি। তাই যতো শক্তিশালী বা বিত্তবান প্রার্থী থাকুক না কেন সুষ্ঠ নির্বাচন হলে হিরো আলমই বিজয়ী হবে।