ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি ,বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ : পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে নায়িকা দীঘির কথার লড়াইয়ের মধ্যেই শুক্রবার দেশজুড়ে ২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তুমি আছো তুমি নেই’।
Advertisement
সিমি ইসলাম কলির প্রযোজনায় এ ছবিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সুব্রত, আসিফ ইমরোজ, শবনম পারভীন।
ছবির ট্রেইলার প্রকাশের পর দর্শকদের সমালোচনার মধ্যে নায়িকা দীঘি এক সাক্ষাৎকারে এতে অভিনয় করার সিদ্ধান্ততে ‘ভুল’ বলেছেন; ছবিটি দর্শক দেখবে কিনা তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন গণমাধ্যমে।
এরপর থেকে পরিচালক ঝন্টুর সঙ্গে দীঘির বিতণ্ডার খবর এসেছে গণমাধ্যমে। দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলার হুমকি দিলেও শেষ পর্যন্ত মামলা করেননি ঝন্টু।
ঝন্টুর ব্যাখ্যা, ছবিটি এখনও দীঘি দেখেননি; ছবি দেখার আগেই তিনি কিভাবে নায়িকা হিসেবে এ কথা বলেন।
Advertisement
অন্যদিকে দীঘি বলছেন, কোনও কাজ ভালো না লাগলে তিনি বলতেই পারেন। কারণ ছবির সঙ্গে তার ইমেজ জড়িয়ে আছে।
পরিচালক-নায়িকা কোনও মতানৈক্যকে ঘিরে যোগাযোগহীনতার মাঝেই ছবিটি রাজধানীর শ্যামলী, আনন্দ, চিত্রামহল, গীতসহ ২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে পরিবেশনার দায়িত্বে থাকা জাজ মাল্টিমিডিয়া।
২০১২ সালে চিত্রপরিচালক মনতাজুর রহমান আকবরের ‘ছোট্ট সংসার’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। এরপর আর কোনও চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। আট বছর পর ফিরছেন নায়িকা হয়ে।
অভিনয় শিল্পী সুব্রত-দোয়েল দম্পতির মেয়ে দীঘির অভিনয়ে অভিষেক হয় শৈশবে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে রাতারাতি আলোচনার প্রাদপ্রদীপে উঠে আসেন ছোট্ট দীঘি।
Advertisement
বিজ্ঞাপনে তার মুখে ‘বাবা জানো, আমাদের সেই ময়না পাখিটা না আজ আমার নাম ধরে ডেকেছে’ সংলাপটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে।