ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,রোববার, ১৭ ডিসেম্বর ২০২৩ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় একটি আসনে জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাকি সব আসনে দলটিকে ক্ষমতাসীনদের সাথে লড়তে হবে।
Advertisement
ঢাকা-১৮ আসন থেকে নিজেদের প্রার্থী হাবিব হাসানকে প্রত্যাহার করে সেখানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। শেরীফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদকে এবার কোনো ছাড় দেয়নি আওয়ামী লীগ। রোববার এই আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
ঢাকা-৬ আসনের বর্তমান এই সংসদ সদস্যের আসনে আওয়ামী লীগ এবার মনোনয়ন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে।
Advertisement
কাজী ফিরোজ রশীদ এর আগেই গণমাধ্যমে বলেছিলেন, তার আসনে নৌকার প্রার্থী তাকলে তিনি লাঙ্গল নিয়ে লড়বেন না।
ফিরোজ রশীদ একটি জাতীয় দৈনিককে বলেন, আওয়ামী লীগ-জাতীয় পার্টি দীর্ঘদিনের মিত্র। যাদেরকে এতদিন বন্ধু হিসেবে মনে করেছি নির্বাচনের মাঠে হঠাৎ করে তাদের শত্রু বানাতে পারবো না। আমার এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। আমি আমার দলের শীর্ষ নেতাদের আগেই জানিয়েছিলাম নৌকার প্রার্থী মাঠে থাকলে আমি নির্বাচনে অংশ নিতে চাই না।
এদিকে, ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। এই আসন থেকে জাতীয় পার্টির সালমা ইসলামও মনোনয়ন নিয়েছিলেন। তিনিও তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। সালমা নৌকার সঙ্গে লড়বেন ঢাকা-১ আসনে।
Advertisement
ঢাকা-৪ আসনে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলাকে এবার লড়তে হবে আওয়ামী লীগের সানজিদা খানমের সঙ্গে। গত দুই সংসদ আসনে এই আসন জাতীয় পার্টির জন্য ছাড় দেয় আওয়ামী লীগ। নবম সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের হয়ে সংসদে যান সানজিদা। পরে আবার সংরক্ষিত আসন থেকে তাকে আইনসভায় নেয় তার দল।