কঠোর কর্মসূচি বাদ দিয়ে এবার কী করবে বিএনপি? (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ : কয়েক দফা অবরোধ পালনের পর এবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়া দলটি এবার কী হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি থেকেও বিরত থাকছে?

Advertisement

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মহাসমাবেশ বানচাল হয়ে যাওয়ার পর থেকে দুই দফা হরতাল এবং ১০ দফা অবরোধ কর্মসূচি পালন করেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। এক্ষেত্রে শুক্র ও শনিবারের বাইরে অবরোধের ছুটি শুধু মঙ্গলবারে। তবে এবার আর অবরোধ নয়, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে মায়ের ডাক নামে সংগঠনের ব্যানারে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি।

Advertisement

জনমনে প্রশ্ন আছে, ১০ ডিসেম্বর কী হতে পারে? আর মানববন্ধন কর্মসূচিই বা কতটা সফল করতে পারবে দলটি। এরপর কঠোর না নরম কর্মসূচি? বিএনপি মহাসচিবসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা কারাগারে আর বাকিরা আত্নাগোপনে। বিভিন্ন স্থানে গাড়িতে আগুন আবার কোথাও কোথাও ঝটিকা মিছিল ছাড়া রাজপথে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরতে ব্যর্থ হয়েছে দলটি। ফলে নামমাত্র কর্মসূচি পালনে এবার দাবি আদায় কী সফল হবে?