ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আবহাওয়া প্রতিনিধি,শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ : দুদিনের বৃষ্টি শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শীত অনুভূত হচ্ছে। শীত জানান দেয়ায় বেড়েছে গরম কাপড়ের ব্যবহার। আবহাওয়া দফতর বলছে শীত আরও বাড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই দেশের কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা, বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।
Advertisement
এদিকে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে গেলেও শুক্রবার (৮ ডিসেম্বর) দেশের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। প্রয়োজনে যারা বেরিয়েছেন ঘর থেকে, ঠাণ্ডার কারণে তারা গায়ে দিয়েছেন গরম কাপড়।
তবে শীতের মাস ডিসেম্বরে হঠাৎ ঝড়-বৃষ্টি অস্বাভাবিক উল্লেখ করে নগরবাসী এর জন্য দায়ী করছেন জলবায়ু পরিবর্তনকে। বলেন, সংশ্লিষ্টরা এ বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে পরিবেশের বিপর্যয় ঘটবে দ্রুতই।
Advertisement
আবহাওয়া অফিসের তথ্যমতে, গতবছরের নভেম্বর মাসের চেয়ে এ বছরের নভেম্বর মাস অনেকটা উষ্ণ ছিল। যার কারণে শীত অনুভব হয়নি। ডিসেম্বর মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ থাকায় আগে যেমন শীত অনুভূত হয়েছে এবার সেটা হচ্ছে না।
এদিকে, আবহাওয়া অধিদফতর বলছে, ডিসেম্বরের শুরুতেই শীত নামার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে তা দেরি হয়েছে। মেঘ কেটে গেলে দু’একদিনের মধ্যেই তাপমাত্রা কমে যাবে ১ থেকে ৩ ডিগ্রি। এছাড়া ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর।
Advertisement
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ডিসেম্বরের মাঝামাঝি দেশের তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।