মানববন্ধনে পুলিশের অনুমতি নিতে হবে কেন: ঢাকা টাইমসকে রিজভী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩ : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি পালনে ডিএমপির কাছে কোনো অনুমতি চাইবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Advertisement

রিজভী বলেন, বিএনপি কোনো নিষিদ্ধ দল নয় যে, অনুমতি নিতে হবে। শুক্রবার এক প্রশ্নের জবাবে ঢাকা টাইমসকে এ কথা বলেছেন তিনি।

Advertisement

কর্মসূচির পালনের জন্য ডিএমপির কাছে কোনো অনুমতি চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা টাইমসকে বলেন, মানববন্ধনে কেনো সরকারের অনুমতি নিতে হবে? তাছাড়া সেদিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমরা মানববন্ধন করবো।

তিনি বলেন, প্রেসক্লাব হলো মানুষের বিভিন্ন দাবি আদায়ে কথা বলার আশ্রয়স্থল। আমরা রবিবারের মানববন্ধনে সরকারের মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরবো।

বিএনপির এই নেতা পাল্টা প্রশ্ন রেখে বলেন, বিএনপি কোনো কর্মসূচি করতে গেলেই কেনো অনুমতির প্রশ্ন আসবে? বিএনপি কি নিষিদ্ধ দল? বিএনপি সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি ও অবস্থানে বিশ্বাস করে। সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। আওয়ামী লীগ সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অথচ, পুলিশ, গোয়েন্দা, র‌্যাব নির্ভার। তারা কিছুই করছে না। উল্টা আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করছে। আর আমরা রাজপথে নামলেই হামলা-গ্রেপ্তার চলছে প্রতিদিন।