ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ : সদ্য বিএনপি ত্যাগ করা ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, এক দল থেকে আরেক দলে যোগ দেয়া তার সাংবিধানিক অধিকার। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
Advertisement
খেতাবপ্রাপ্ত এ মুক্তিযোদ্ধা বলেন, আমি একজন ব্যারিস্টার। আমি চারবারের এমপি, আমি মন্ত্রী। আই এম নট অ্যা অর্ডিনারি পারসন। বঙ্গবন্ধুর তৎকালীন সরকার তাকে বীর উত্তম খেতাব দিয়েছে বলে জানান তিনি।
ডিগবাজীর কারণেই কি আপনি সাইবার বুলিংয়ের স্বীকার হচ্ছেন,
Advertisement
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ডিগবাজি মানে কি ভাই? তখন এক সাংবাদিক বলেন, এক দল থেকে আরেক দলে যাওয়া। জবাবে শাহজাহান ওমর বলেন, এটাকে ডিগবাজি বলে নাকি! এটাতো আমার সাংবিধানিক অধিকার।
Advertisement
তিনি আরও বলেন, আমি চার-পাঁচবার এমপি হয়েছি। সেখানে আমি জনগণের জন্য কিছু কাজ করেছি। তাদের কিছু সেবা দিয়েছি। বৃদ্ধ বয়সে আমার কিছু চাওয়া-পাওয়া নাই। আই হ্যব অ্যা অল এভরিথিং। রুটি হালুয়া আমার লাগে না। একটা এমপি হওয়া, মন্ত্রী হওয়া এগুলো কিছু লাগে না। আমি সব হয়েছি। আল্লাহ আমাকে সব দিয়েছে। আল্লাহ ইজ ভেরি কাইন্ড।’