ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ : আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় পার্টিকে (জাপা) ফোন করা হয়েছে বলে জানিয়েছেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে কার সঙ্গে কথা হয়েছে সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি।
Advertisement
বুধবার (৬ ডিসেম্বর) বনানীতে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের চুন্নু বলেন,
প্রধানমন্ত্রীর সাথে কোনো সাক্ষাৎ হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে ফোন এসেছে, বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলতে চায়। আসন ভাগাভাগি নিয়ে কোনো কথা হয়নি।
তিনি বলেন, আওয়ামী লীগ যেহেতু বড় দল, আমরা তাদের সাথে আজ সন্ধ্যার পর কথা বলবো।
Advertisement
আজকের সন্ধ্যার বৈঠকে চেয়ারম্যান যাবেন না, কো-চেয়ারম্যান এবং মহাসচিব যাবেন। প্লেস ঠিক হয়নি।
চুন্নু বলেন,
কোনো প্রস্তাব যদি আওয়ামী লীগ দেয়, এরপর জানা যাবে আমরা কী সিদ্ধান্ত নেব।
জোটগত নির্বাচন করার আর কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, সমঝোতার বিষয়ে যদি কিছু হয় সেটা মনে মনে হবে। জোট, মহাজোটে যাবো না, লাঙল নিয়ে যুদ্ধ করব।