বিএনপির আইনজীবী নেতারা জামিন নিলেও শীর্ষ নেতারা কেন জেলে? (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ : গত ২৮ অক্টোবরের সহিংসতার পর গ্রেফতার বিএনপি নেতাদের অনেকে বিশেষ করে আইনজীবী নেতারা কারাগার থেকে বেরিয়ে গেছেন জামিনে। কিন্তু দলের মহাসচিবসহ শীর্ষস্থানীয় নেতারা এখনো জেলে। এ জন্য সরকারের হস্তক্ষেপকে দুষছেন আইনজীবীরা। কিন্তু নিজেরা আগাম জামিন নিলেও মহাসচিবসহ অন্য নেতাদের ক্ষেত্রে কেন সেই পথে হাঁটলেন না তারা, এ প্রশ্নের কোনো উত্তর নেই তাদের কাছে।

Advertisement

মামলার জালে আটকা রাজনীতিতে কোণঠাসা বিএনপি। দলটির ভাষ্য: ২৮ অক্টোবরের পর সারা দেশে ৫৩৪টির বেশি মামলায় গ্রেফতার করা হয়েছে সাড়ে ১৯ হাজার নেতাকর্মীকে। বিশেষ বিবেচনায় হাতে গোনা কয়েকজন নেতা উচ্চ আদালত থেকে জামিন পেলেও বাকিদের মুক্ত করতে তেমন তৎপরতা দেখা যায়নি।


শীর্ষ নেতাদের মধ্যে মীর্জা আব্বাস, আমীর খসরুর মামলা বিচারিক আদালতের গণ্ডি পার হতে পারেনি। জামিন মেলেনি আমানউল্লাহ আমানেরও। এরই মধ্যে বাৎসরিক ছুটির কারণে সীমিত হয়ে এসেছে বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম। সপ্তাহ খানেক পর অবকাশকালীন ছুটিতে যাচ্ছে সর্বোচ্চ আদালতও। তাহলে কি নির্বাচনের আগে নেতাদের কারামুক্তির সম্ভাবনা ফুরিয়ে যাচ্ছে?
যদিও ২৮ অক্টোবরের নাশকতার কয়েকটি মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন দলটির তিন আইনজীবী নেতা। নিজেরা আগাম জামিন নিলেও মহাসচিবসহ অন্য নেতাদের ক্ষেত্রে তারা কিছুই বলছেন না।
দলের আইনজীবীরা বলছেন, আদালতকে সুবিধামতো ব্যবহার করছে সরকার। সে কারণে মিলছে না জামিন। তাছাড়া একেকজনের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় একটি মামলায় জামিন পেলেও অন্য মামলায় গ্রেফতার দেখানোর আশঙ্কাও রয়েছে বিএনপির আইনজীবীদের।

Advertisement


দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি থেকে যাদের বহিষ্কার করা হয়েছে বা দলচ্যুত হয়ে যারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাদের জন্য আইনের সব দরজা কেবল খোলাই না, তাদের ক্ষেত্রে অপপ্রয়োগও হচ্ছে। আর বিএনপির বিরুদ্ধে আইনের নামে সবচেয়ে বেআইনি কাজগুলো করা হচ্ছে।

অনেকটা একই সুরে কথা বললেন দলের অপর আইনজীবী নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘মির্জা ফখরুল, জয়নাল আবেদীন ও আমিসহ শাহজাহান ওমর একই মামলার আসামি। শাহজাহান ওমরকে যদি নিম্ন আদালত জামিন দিতে পারে, তাহলে ওনাদের জামিন দেবে না কেন?’ তার মতে, বিচার বিভাগ এতোটা নগ্ন হতে পারে না।

এদিকে, কারাগারের বাইরে থাকা নেতাকর্মীদের আগাম জামিনের দরজা খুলতে সোমবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন দলের সিনিয়র আইনজীবী এবং ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। তার মতে, নির্বাচন থেকে দূরে রাখতেই কারাবাস দীর্ঘ করা হচ্ছে বিএনপি নেতাদের।

Advertisement

 
গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে হওয়া নাশকতার মামলায় এখন পর্যন্ত বিএনপির ৫ নেতা জামিন পেয়েছেন। এর মধ্যে ৪ জনই আইনজীবী। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির দিন ধার্য রয়েছে কাল (বৃহস্পতিবার)।
গ্রেফতার হলেও আগাম জামিন বা জামিনে আগ্রহ নেই বিএনপি নেতাদের। পুরনো ছবি