জেলখানায় বিএনপি নেতাদের সঙ্গে কী আলাপ হয়েছিল জানালেন শাহজাহান ওমর (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঝালকাঠি-১ প্রতিনিধি,বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ : ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলন করে শাহজাহান ওমর নিজেই বিষয়টি জানিয়েছেন।

Advertisement

সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় শাহজাহান ওমরকে। চাপে পড়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কী না জানতে চাইলে তিনি বলেন, ‘চাপ কীসের?’

সাবেক এ আইন প্রতিমন্ত্রী বলেন, আমি, মহাসচিব (মির্জা ফখরুল), মির্জা আব্বাস, আমির খসরু, আলতাফ চৌধুরী, সারোয়ার কেরানীগঞ্জ জেলে একসঙ্গে বসে সকালের নাস্তা করছিলাম। আমি বললাম নির্বাচনে যাওয়া উচিত। এ সময় মহাসচিব (মির্জা ফখরুল) বললেন হ্যাঁ নির্বাচনে যাবো, তবে তিনটি শর্ত আছে। ১. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি। ২. সকল মামলা প্রত্যাহার। ৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করতে হবে। কিন্তু একটু পরেই আমাদের জেল থেকে বলা হলো (আমি, সারওয়ার, আলাল, আলতাফ চৌধুরী) আপনারা কাশিমপুর কারাগারে যান। তাই আলোচনা সেখানেই শেষ হয়ে গেলো।

Advertisement

তিনি বলেন, আমারা ভেবেছিলাম ওনাদের (মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু) নিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে বোধহয় কোনো সংলাপ হবে।

স্বতন্ত্র থেকে কেন নির্বাচনে গেলেন না- এর জবাবে শাহজাহান ওমর বলেন, ‘ওরা (বিএনপি) যাচ্ছে (নির্বাচনে) না, আমি কি করব? স্বতন্ত্রে যাবো কেন? স্বতন্ত্রে যাওয়া মানে আওয়ামী লীগকে সমর্থন করা। যেহেতু বিএনপি করতেছে (নির্বাচন) না। আর যেখানে আমার অপশন আছে, সেখানে আমি স্বতন্ত্রে যাবো কেন, বি গ্রেডেড হবো কেন? নাচতে নামছি যখন, ঘোমটা দিলে হবে নাকি।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে কী না- জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, ‘সাক্ষাৎ হতেই পারে। আমি তো কখনই প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধুর অসম্মানে কিছু বলি নাই।’

Advertisement

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কি আপনাকে মেনে নেবেন। এক প্রার্থীকে সরিয়ে আপনাকে মনোনয়ন দেয়া হলো। আওয়ামী লীগের নেতাকর্মীরাও কি আপনাকে মানবে- এমন প্রশ্ন করা হলে শাহজাহান ওমর বলেন, ‘কোয়ালিটি ম্যাটারস’।