সাংগঠনিক পদ পেতে বাসে আগুন দেয় ছাত্রদল (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ : সাংগঠনিক পদ পাওয়ার লোভে বাসে আগুন দিয়ে মানুষকে দগ্ধ করেছে ছাত্রদল কর্মীরা। গেল রোববার বাসে আগুন দিয়ে ড্রাইভার ও হেলপারকে দগ্ধ করার ঘটনায় গ্রেফতার চট্টগ্রাম খুলশী থানার তিন ছাত্রদলকর্মী প্রাথমিকভাবে একথা স্বীকার করেছেন। আগুন দিয়ে দগ্ধ করতে পারলে তাকে থানার সহ-সভাপতির পদ দেওয়া হবে বলে থানার ছাত্রদলের সদস্য সচিব নিশ্চয়তা দেন। এছাড়া জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয় বলেও জানান তারা।

Advertisement

সোমবার রাতে নগরীর খুলশী ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার তিনজন হলেন- মো. হৃদয় (২২), মো. নাজির শরীফ (২১) এবং মো. রায়হান (২৪)।

Advertisement


এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) সাদিরা খাতুন বলেন, রোববার রাতে  অবরোধের সমর্থনে ৭ থেকে ৮ জন একটি মশাল মিছিল নিয়ে নগরীর দামপাড়া দিকে যায়। এসময় কাউন্টারের সামনে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষমাণ ঢাকাগামী রিলাক্স পরিবহনের একটি বাসে মশাল ছুড়ে আগুন দেয়া হয়। এতে বাসের চালক তারেক ও সহকারী নাজিম উদ্দিন দগ্ধ হন। এ ঘটনা মামলা দায়ের হলে এই তিনজনকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। ওরা তিনজনই খুলশী থানা ছাত্রদলের কর্মী।

Advertisement

তিনি আরও বলেন, চট্টগ্রাম নগর ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে খুলশী থানার আহবায়ক নুর আলম সোহাগ ঝটিকা মশাল মিছিলের আয়োজন করে। হৃদয়কে সোহাগ আশ্বাস দিয়েছিল যে, মশাল মিছিল, ভাঙচুর-নাশকতা করতে পারলে তাকে খুলশী থানা ছাত্রদলের সহ-সভাপতি করা হবে। এ জন্য ছাত্রদলের সক্রিয় কর্মী হৃদয় তার কয়েকজন সহযোগী নিয়ে মিছিল বের করেছিল। গ্রেফতারকৃতরা এর আগেও বিভিন্ন জায়গায় আরও তিনটি বাসে আগুন দিয়েছিল বলে জানান গোয়েন্দা পুলিশ  কর্মকর্তা সাদিরা খাতুন।
চট্টগ্রাম নগর ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে খুলশী থানার আহবায়ক নুর আলম সোহাগ ঝটিকা মশাল মিছিলের আয়োজন করে। হৃদয়কে সোহাগ আশ্বাস দিয়েছিল যে, মশাল মিছিল, ভাঙচুর-নাশকতা করতে পারলে তাকে খুলশী থানা ছাত্রদলের সহ-সভাপতি করা হবে। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)