চিত্রনায়ক ফেরদৌস নির্বাচনে লড়বেন ১০ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা-১০ প্রতিনিধি,রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩ : চলচ্চিত্রের নায়ক দাঁপিয়ে বেড়াতে চান রাজনীতির ময়দানেও। পথটা যে মোটেও সহজ নয় সেটাও জানেন। তারপরও, জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পরামর্শ এবং কর্মীদের সহযোগিতায় ভোটারদের মন জয় করে, রাজনীতির মাঠেও নায়ক হতে চান, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ফেরদৌস আহমেদ। যেখানে তাকে মোকাবেলা করতে হবে ১০ প্রতিদ্বন্দ্বীকে।

Advertisement

এক প্রান্তে অভিজাত পাড়া, অন্যপ্রান্তে পুরনো ঢাকার একাংশ। বলা যায় নতুন এবং পুরনো ঢাকার মেলবন্ধন হয়েছে ঢাকা-১০ আসনেই। দক্ষিণ সিটি কর্পোরেশনের এই আসনটি জাতীয় সংসদের ১৮৩ নম্বর আসন। যা ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানার সমন্বয়ে গঠিত। বঙ্গবন্ধু থাকতেন এই এলাকায়, ধানমণ্ডি ৩২ নম্বরে। আবাসিক এলাকা ধানমণ্ডি, কলাবাগান বাণিজ্যিকীকরণের ধাক্কায় আজ বদলে গেছে।

এসব এলাকায় উঠেছে সুউচ্চ ভবন, হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের অফিস। নাগরিক সুবিধা বাড়লেও, অসুবিধা যে এখনও আছে তা স্পষ্ট এখানকার ভোটারদের বক্তব্যে। আসনটি থেকে এবার আওয়ামী লীগের কাণ্ডারী রূপালী পর্দার নায়ক ফেরদৌস আহমেদ।

Advertisement

‘হঠাৎ বৃষ্টি’র নায়ক চলচ্চিত্রে ভীষণ পরিচিত হলেও রাজনীতির ময়দানে ‌একেবারে নবীণ। কিন্তু দলের মনোনয়নে সবাইকে নিয়েই এগিয়ে যেতে চান তিনি।

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও, নির্বাচনী এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা ধর্মীয় জমায়েতে ফেরদৌস অংশ নিচ্ছেন নিয়মিত। ফেরদৌসকে প্রতিযোগিতা করতে হবে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া ১০ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। লড়াইটা কেমন হতে পারে সে ধারণা পেতেই প্রার্থীদের কয়েকজনের সঙ্গে কথা বলতে চাওয়া।

Advertisement

কিন্তু ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পাওয়া ঠিকানায় গিয়ে বেশ দুশ্চিন্তাতেই পড়তে হয়। কোনটার ঠিকানা ঠিক থাকলেও, সে ঠিকানায় প্রার্থী থাকেননা। আবার, কোন কোনটিতে সঠিক ঠিকানাই দেয়া হয়নি।