অবশেষে বিএনপির সেই নেতাদের নিয়ে গুঞ্জনই সত্যি হলো

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ : নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বগুড়ার চার বিএনপি নেতাকে ঘিরে কিছু দিন ধরেই গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। চারটি আলাদা আসনে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Advertisement

বিএনপির চারবারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। ডা. মোল্লা পঞ্চম সংসদের উপ-নির্বাচন, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম সংসদে বিএনপি থেকে নির্বাচিত হন। ২০০৬ সালে সংস্কারপন্থী হিসেবে তিনি পরিচিতি পান। তারপর একাধিক সংসদ নির্বাচন হলেও তিনি মনোনয়ন পাননি। তাই রাজনীতিতেও তাকে তেমন সক্রিয় দেখা যায়নি।

এবারের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জানতে চাইলে ডা. জিয়াউল হক মোল্লা বলেন, বগুড়ায় ২০১৮ সালে নির্বাচন সুষ্ঠু হয়েছিল বলেই বিএনপির কয়েকজন প্রার্থী জয়ী হয়েছিলেন। এবারও জেলায় নির্বাচন সুষ্ঠু হবে বলে তিনি মনে করেন। তবে সরকারের কোনো গ্রিন সিগন্যালে তিনি প্রার্থী হননি বলেও দাবী করেন।

Advertisement

২০০৮ সালে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ শোকরানা। ২০২০ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। বিএনপি এবারের নির্বাচনে না গেলেও শোকরানা ওই আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বৃহত্তর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সরকার বাদল। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০১২ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

Advertisement

এ ছাড়া বগুড়া- ২ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছে বিউটি বেগম। তিনি জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকেও ২০১৪ সালে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।