ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি,বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের (রূপগঞ্জ) এক আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা রিটারনিং কর্মকর্তা মাহমুদুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
Advertisement
পরে তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের জানান, প্রশাসনকে বলতে চাই যারা বিএনপি করে তারা সবাই গাড়িতে আগুন জ্বালায় না। কিন্তু যারা বিএনপি করে তারা বাড়িতে থাকতে পারে না। প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, সুনিদিষ্টিভাবে যারা গাড়ি জ্বালানোর সঙ্গে জড়িত নয়, তাদের গ্রেপ্তার করবেন না।
Advertisement
তৈমুর আলম আরও বলেন, গণগ্রেপ্তারের কারণে সুষ্ঠু নির্বাচনে ব্যাঘাত ঘটবে। তৃণমূল বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল মানুষের অংশগ্রহণ চায় এবং সকল রাজনীতিক দলের অংশগ্রহণ চায়। এ জন্য প্রধানমন্ত্রী যদি নির্দেশ বা ক্ষমতার প্রয়োগ করেন তাকেও তৃণমূল বিএনপির সমর্থন আছে। আমরা চাই সকলে মিলে দেশ রক্ষা করতে।
তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন সুষ্ঠু করবেন। আমরা বিশ্বাস করি তিনি তার কথা রাখবেন। তবে যদি তিনি কথা না রাখেন, তাহলে যে সংকট সৃষ্টি হবে তার জন্য তিনি দায়ী থাকবেন।
আওয়ামী লীগের সঙ্গে তৃণমূল বিএনপি তাদের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে জানিয়ে তৈমূর বলেন, অন্য বড় দলগুলোর মতো তৃণমূল বিএনপি বলবে না, সরকারি দলের মার্কা নিয়ে নির্বাচন করবো। ভোটের মালিক জনগণ, জনগণ যদি আমাকে প্রত্যাখ্যান করে, তাহলে করবে আর জনগণ যদি মেনে নেয় তাহলে নেবে।
Advertisement
নির্বাচনে জনগণ তৃণমূলকে ভোট দিবে জানিয়ে তিনি বলেন নারায়ণগঞ্জ এক আসনে মনোনয়ন দাখিল করা হলো। এটা ছাড়া আর আসনে মনোনয়ন দাখিল করবো কি না, সেটা দল ও জোটের সিদ্ধান্ত।