মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এক কিশোরির ১৫তম জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। কানডানসিটো সীমান্তের অদূরে গুয়েরেরো প্রদেশে শুক্রবার এ ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
গুয়েরেরোর গভর্নর হেক্টার অস্টুডিলো জানান, এক কিশোরির ১৫ বছরের জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় ১১ জন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি।
বন্দুক হামলার পর কর্তৃপক্ষ কানডানসিটোয় পেঁছানোর চেষ্টা করেছে। তবে এসময় বন্দুকধারীদের হামলার শিকার হয় তারা। দুই বছর আগে গুয়েরেরো থেকে ৪৩ শিক্ষার্থী নিঁখোজ হয়। মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপূর্ণ অঞ্চলগুলোর একটি গুয়েরেরো।
গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ওই অঞ্চলে ৩২৪ জন খুন হয়েছেন। এদের অধিকাংশই মাদক ব্যবসার জেরে খুন হয়েছেন।