বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করার জন্য বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একইসঙ্গে কূটনীতিকদের কর্মকাণ্ডে সীমা লঙ্ঘন যেন না হয়, সেজন্য ভিয়েনা কনভেনশনের কথাও মনে করিয়ে দিয়েছেন প্রতিমন্ত্রী।

Advertisement

শাহরিয়ার আলম বলেন, নির্বাচন নিয়ে দূতাবাস প্রধানদের দৌড়ঝাঁপ বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না। তাদেরকে (ঢাকার বিদেশি দূতাবাস) শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ। আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেবো।

বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব বলেন।

Advertisement

ভিয়েনা কনভেনশনের কথা মনে করিয়ে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রমের বিষয়ে অবহিত করতে হলে তা হবে দুঃখজনক।’

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রভাবশালী টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন ইতিবাচক বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, ‘টাইমসের প্রতিবেদনের ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা। কারণ, প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে।’

Advertisement

এছাড়া ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে ওয়াশিংটনে ঢাকা কোনো আপত্তিপত্র পাঠায়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।