ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঠাকুরগাঁও প্রতিনিধি,মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ : ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন মানেই দুই হেভিওয়েটের লড়াই। একজন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যজন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রমেশ চন্দ্র সেন। জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর শতকরা ৩১ ভাগ সংখ্যালঘু ভোট।
Advertisement
দ্বাদশ সংসদের জন্য কাকে প্রতিনিধি হিসেবে বেছে নেবেন ভোটাররা? ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে ঠাকুরগাঁও-১ আসন। এখানে ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৭৫ হাজার । যার মধ্যে ১ লাখ ৩৭ হাজার ভোটার সনাতনধর্মালম্বী। ১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত মোট ৭ টি নির্বাচনে এখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে ৫ বার। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন চারবার বিজয়ী হয়েছেন। একবার হেরেছেন তিনি।
অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নানা চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে গেছেন এই আসনে। তিনি বিজয়ী হয়েছেন দুইবার। হেরেছেন ৪ বার।
Advertisement
ভোটাররা বলছেন, এবার এমন একজনকে বিজয়ী করতে চান তারা, যাকে সবসময় পাশে পাওয়া যায়।
দ্বাদশ জাতীয় নির্বাচনে রমেশ চন্দ্র সেন ছাড়াও মনোনয়ন পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠাকুরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, সাবেক সংসদ সদস্য মরহুম খাদেমুল ইসলামের ছেলে ও সংযুক্ত আরব-আমিরাতে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল সাহেদুল ইসলাম সাহেদ এবং ডেপুটি এটর্নী জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক চৌধুরী।
Advertisement
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, এই আসনে নৌকার প্রার্থী পরিবর্তন করা দরকার। তবে, বিএনপি নির্বাচনে অংশ নিলে এখানে তাদের প্রার্থী একজনই। তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।