ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ : পুলিশ মরলে খুশি হয় মানুষ- বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির এমন বক্তব্যকে দুঃখজনক উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল হক।
সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে সব রাজনৈতিক দলের প্রতি পুলিশকে প্রতিপক্ষ না ভাবার আহ্বান জানান তিনি।
গত ২৮ অক্টোবর রাজধানীর কাকরাইলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান পুলিশ সদস্য আমিরুল পারভেজ। বিএনপি কর্মী-সমর্থকদের নির্মম হামলায় নিহত আমিরুল পারভেজের স্ত্রী ও মেয়ের আহাজারি থামছেই না।
Advertisement
বিএনপি নেত্রী মনির বক্তব্যের সাথে পুলিশের ওপর হামলা এবং পুলিশ হত্যার যোগসূত্র রয়েছে বলে মনে করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহিদুল হক।
তিনি বলেন, তারা এই ধরণের কথা বলছে বিধায় তাদের নেতাকর্মীরা পুলিশের ওপর মারমুখী হচ্ছে। এগুলো তাদের মনের ভেতরের কথার বহিঃপ্রকাশ। এতে প্রমাণ হয়- তারা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে পছন্দ করে না।
Advertisement
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
উনারা জ্বালাও-পোড়াও করবে আর পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারবে না? আইনগত ব্যবস্থা নেয়াটাই পুলিশের অপরাধ হয়ে গেছে!
তিনি বলেন,
বিএনপি, জামায়াত বা আওয়ামী লীগ যেই হোক, কারোরই পুলিশকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয়। পুলিশ পুলিশের দায়িত্ব পালন করে। পুলিশের সীমাবদ্ধতা থাকতে পারে। সেই বাস্তবতাটা বুঝতে হবে। পুলিশের সঙ্গে সম্পর্ক তৈরি করেই চলতে হবে।
শহিদুল হক বলেন, পুলিশ আইনগত দায়িত্বের বাইরেও অনেক মানবিক এবং সামাজিক কাজ করে। মহামারির সময় আপনারা দেখেছেন পুলিশ কীভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে। নিজের সন্তান যেখানে যায়নি সেই মরদেহ পুলিশ জানাজা দিয়ে দাফন করেছে।
Advertisement
পুলিশ সদস্য আমিরুল পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করেন না সাবেক এই আইজিপি। তার মতে, নিলোফার চৌধুরী মনির মতো বিএনপি-জামায়াত নেতাদের উস্কানিমূলক বক্তব্যের জেরেই ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত এবং সম্প্রতি তাদের কর্মী সমর্থকরা পুলিশের উপর হামলা চালিয়েছে।