বাইডেনের কথিত ‘উপদেষ্টা’ মিয়ান আরাফীর বিষয়ে যা বললেন মার্কিন মুখপাত্র (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ : আসন্ন জাতীয় নির্বাচন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনবদ্য সাফল্যের পাশাপাশি এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং চলাকালে এক সাংবাদিকের প্রশ্নে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী (মিয়ান আরাফী) প্রসঙ্গ। তবে সেই ‘উপদেষ্টার’ বিষয়ে আলাদা করে কোনও মন্তব্য করতে চাননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় বুধবার (১ নভেম্বর) ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।

Advertisement

ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে বাইডেনের কথিত উপদেষ্টা এবং বাংলাদেশে বিরোধী দলগুলোর আন্দোলনে সহিংসতার বিষয়ে জানতে চান। তিনি বলেন, আমার দুটি প্রশ্ন আছে। গত ২৮ অক্টোবর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা মিয়ান আরাফী নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যান। পরে তাকে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে দাবি করা হয় এবং তিনি নিজেও দাবি করেন, তিনি প্রতিদিন (বাইডেনের সঙ্গে) ১০ থেকে ২০ বার টেক্সট মেসেজিং করেন। কিন্তু ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস মিয়ান আরাফীর সেই দাবি অস্বীকার করেছে। আমার প্রশ্ন হচ্ছে– বিএনপি নেতাদের প্রতারণামূলক কর্মকাণ্ড মার্কিন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। মিয়ান আরাফী সাহেব এবং বিএনপি নেতৃত্বের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আপনারা কী কোনও ব্যবস্থা নেবেন?

তবে এই বিষয়ে আলাদা করে কোনও মন্তব্য নেই বলে জানান ম্যাথিউ মিলার। তিনি বলেন, (ঢাকার) মার্কিন দূতাবাস এই বিষয়ে যা বলেছে তা পুনর্ব্যক্ত করা ছাড়া এই ব্যক্তির কর্মকাণ্ডের বিষয়ে আমার আলাদা কোনও মন্তব্য নেই। তিনি (মিয়ান আরাফী) যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করেন না।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

Advertisement

গত রোববার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাহিদুল ইসলাম আরেফীকে (মিয়ান আরাফী) আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) হেফাজতে রাখা হয়। জানা গেছে, মিয়ান আরাফী যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি বাংলাদেশি আমেরিকান। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। যুক্তরাষ্ট্রে বাস করলেও তিনি মাঝেমধ্যেই দেশে আসেন।

আসন্ন নির্বাচনের পাশাপাশি এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং চলাকালে এক সাংবাদিকের প্রশ্নে উঠে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনবদ্য সাফল্য ও ধারাবাহিক উন্নয়নের সংক্ষিপ্ত বর্ণনা। সেই সঙ্গে সরকারের উন্নয়ন বানচালে বিরোধী দলের নেতাকর্মীদের সহিংস আন্দোলন ও ভাঙচুর প্রসঙ্গ।

Advertisement

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, এ বিষয়ে আমি আগেও কথা বলেছি। যেমনটা আমি গতকাল ও আগের দিনও বলেছি এবং বহুবারই বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সকলের: সকল রাজনৈতিক দল, ভোটার, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ (সবার দায়িত্ব আছে)।