মৈত্রী এক্সপ্রেসে পেট্রল বোমা ছুড়ল কারা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি,বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ : বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর অবরোধের দ্বিতীয় দিন পাবনার ঈশ্বরদীতে ঢাকা-ভারতগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রল বোমা নিক্ষেপ ও জানালা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

Advertisement

বুধবার দুপুর ১টার দিকে ঈশ্বরদী স্টেশনের আউটার সিগন্যালের কাছে ফতেমোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ, রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা ও পাবনার জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী ট্রেনটি আজ দুপুর পৌনে ১টার দিকে ঈশ্বরদী জংশনে যাত্রাবিরতি দেয়। ১০ মিনিট যাত্রাবিরতি শেষে ঢাকা অভিমুখে যাওয়ার সময় ফতেমোহাম্মদপুর লোকোসেড এলাকায় আউটার সিগন্যাল পার হলে অবরোধকারীরা ট্রেনে পেট্রল বোমা নিক্ষেপ করে।

এ সময় পেট্রল বোমা ছাড়াও ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হলে ট্রেনের দুটি জানালার কাঁচ ভেঙে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ১৫-১৬ জনের একদল যুবক ট্রেনে হামলা চালায়। এ সময় তারা ট্রেন লক্ষ্য করে পেট্রল বোমা, পাথর ও ইট ছুড়ে মারে। হামলার সময় না থেমে ট্রেনটি দ্রুত ঢাকা অভিমুখে চলে যায়।

মৈত্রী এক্সপ্রেসের চালক (লোকোমাস্টার) রবিউল ইসলাম জানান, ঈশ্বরদী লোকোসেড এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্টল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ট্রেনের ইঞ্জিনে লাগে। অপরটি ইঞ্জিনসংলগ্ন কোচে আঘাত লাগে।

Advertisement

এতে ইঞ্জিনের কোনো ক্ষতি না হলেও কোচের জানালার কাঁচ ভেঙে যায় বলে জানান তিনি।

ট্রেনের পরিচালক (গার্ড) জিয়াউদ্দিন কল্লোল জানান, ট্রেনটি ঈশ্বরদী জংশন থেকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় লোকসেড এলাকায় দুর্বৃত্তরা পেট্টল বোমা হামলা চালায়। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল জানান, হামলায় ট্রেনের বড় কোনো ক্ষতি হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ বলেন, হামলার পরপরই হামলাকারীরা পালিয়ে গেছে। রেললাইনে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

Advertisement

পাবনার জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পরপরই এক প্লাটুন বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রেললাইন পাহারায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।