ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,রোববার, ২৯ অক্টোবর ২০২৩ : রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে আটক রাখার আবেদন করেছে ডিবি পুলিশ।
Advertisement
রোববার (২৯ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ন কবীর খান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেছেন।
কিছুক্ষণের মধ্যে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
Advertisement
এদিন রাত ৮টা ১০ মিনিটে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
এর আগে এদিন সকালে গুলশানের নিজ বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Advertisement
উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে সমাবেশ হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির। ওই দিন সমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক ও গেটে হামলা চালায় বিএনপির কর্মীরা। তারা বাসভবসের ভেতরে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়।