ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ২৯ অক্টোবর ২০২৩ : বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাকে না পেয়ে ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়ি চালক রাজিবকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Advertisement
রোববার (২৯ অক্টোবর) ইশরাক হোসেনের গুলশানের বাসভবন থেকে তাদের তুলে নেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসভবন আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রাখার খবর পাওয়া যায়।
Advertisement
সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯ টার দিকে তাকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।
এরপর বেলা সাড়ে ১০টা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Advertisement
এদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রায় আট শতাধিক জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় আসামি করা হয়েছে মির্জা আব্বাসসহ ৫৭ নেতাকর্মীকে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৭০০ থেকে ৮০০ জনকে।
https://www.youtube.com/live/44HUkGQyZzw?si=paTpUIBt9UKzk_ca