পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে ছাত্রদল নেতা, ফুটেজ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজকে ছাত্রদলের এক নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। তার ফুটেজ আমাদের কাছে আছে। যেকোনও সময় প্রমাণ দিতে পারব আমরা।

Advertisement

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) যান আসাদুজ্জামান। এসময় সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

সেসময় নিহত পারভেজের মরদেহের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মন্ত্রী। একই সঙ্গে তার স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় অনেক ধৈর্য্য দেখিয়েছে পুলিশ। প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর করেছে তারা। এখনও গাড়িতে অগ্নিসংযোগ করছে দলটি। তবু আইনশৃঙ্খলা বাহিনী মাথা ঠাণ্ডা রেখেছে।

Advertisement

তিনি বলেন, সংঘর্ষ চালিয়েই ক্ষান্ত হয়নি বিএনপি। আগামীকাল রোববার (২৮ অক্টোবর) হরতাল ডেকেছে তারা। এতে জানমালের ক্ষতি হলে বরদাশত করবে না পুলিশ। যদিও সংঘর্ষের সময় মেজাজ ধরে রেখেছে তারা। অপ্রীতিকর ঘটনা এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

মন্ত্রী আরও বলেন, আপনারা দেখেছেন- একজন পুলিশ সদস্যকে কীভাবে হত্যা করেছেন ছাত্রদল নেতা। আহত হয়ে পড়ে যাওয়ার পরও তাকে কুপিয়ে তার মাথা ক্ষতবিক্ষত করেছেন তিনি। সেই ছবি আমাদের কাছে আছে। এ দৃশ্য সবার হৃদয়ে দাগ কাটবে।

Advertisement

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।