ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ : রাজনৈতিক দলগুলোর কর্মসূচির কারণে প্রায় ফাঁকা ঢাকার রাজপথ। হাতে গোনা যে দু’য়েকটি গণপরিবহন চলাচল করছে, সেজন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। সিএনজি চালিত অটোরিক্সা, ভাড়ায় চালিত মোটর সাইকেল বা রিক্সায় যেতে গুণতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া।
Advertisement
শনিবার (২৮ অক্টোবর) রাজপথে যানজটের ভোগান্তি নেই, কিন্তু তাই বলে দুর্ভোগের কমতি নেই সাধারণ মানুষের। রাজধানীর ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত বিজয় স্মরণীর মোড়। যানজটের জন্য প্রতিদিন এখানে বহু সময় অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে। তবে শনিবারের অবস্থা সম্পুর্ণ ভিন্ন।
Advertisement
প্রায় যানবাহন শূন্য রাজধানীর শাহবাগ, নিউমার্কেট, সাইন্সল্যাব, কারওয়ানবাজার, মিরপুর রোড, মহাখালি, উত্তরা, যাত্রাবাড়ি, সাইনবোর্ডসহ রাজধানীর অধিকাংশ এলাকা। গন্তব্যে যেতে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে। বাসের দেখা পেলেই ছিলো তাতে চড়ার জন্য ছিলো প্রতিযোগিতা।
Advertisement
সাধারণ মানুষ জানিয়েছেন, সড়কে যে সব পরিবহন চলাচল করছে, তাতে দলীয় কর্মসুচিতে অংশ নেয়ার জন্য নেতা কর্মীরা ভাড়া করে নিয়েছেন। ফলে সেসব পরিবহনে সাধারণ মানুষ উঠতে পারছে না। গণপরিবহন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানীর সাধারণ মানুষ। রেলও এদিন ছিলো রাজনৈতিক নেতা-কর্মীদের দখলে।