ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ : সরকারের পদত্যাগের আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতেই ২৮ অক্টোবর মহাসমাবেশ করবে বিএনপি। দলের নেতারা জানিয়েছেন, সমাবেশ থেকে দ্রুততম সময়ে আন্দোলন সফল করতে লাগাতার কর্মসূচি দেয়া হবে। তবে, পরিস্থিতি অনুযায়ী বদলে যাবে আন্দোলনের ধরণ।
Advertisement
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ১২ জুলাই থেকে একদফার আন্দোলন শুরু করে বিএনপি ও শরিকদলগুলো। আন্দোলনের ধারাবাহিকতায় সর্বশেষ গত ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ করে বিএনপি।
ওই সমাবেশ থেকেই ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয়া হয়। এ মহাসমাবেশ ঘোষণার পর থেকেই সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হচ্ছে, সহিংসতা করলে কোন ছাড় দেয়া হবে না। তবে, কোন ধরনের সহিংসতার আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি কথাই বলছেন বিএনপি নেতারা।
Advertisement
একই সঙ্গে তাদের আশাবাদ, অন্যান্য সময়ের তুলনায় রেকর্ডসংখ্যক লোকের জনসমাগম হবে। নেতারা দাবি করছেন, বিএনপির আন্দোলনে ভয় পেয়ে সরকার বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও সাজার প্রক্রিয়া তরান্বিত করছে। এরপরও অন্যান্যবারের মতো এবার বিএনপির আন্দোলন মাঝপথে থেমে যাবে না বলেও আশাবাদী তারা।
Advertisement
২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দিবে বিএনপি।