ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ : চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি ট্যাক্সি জব্দ করা হয়।
Advertisement
র্যাব-৭ চট্টগ্রাম আজ বুধবার জানায়, কতিপয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম গেটের বিপরীত পাশে একত্রিত হয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে র্যাবের একটি দল অভিযানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা সিএনজি ট্যাক্সিযোগে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ট্যাক্সিটি ও এর আরোহী ৪ ডাকাতকে আটক করে।
Advertisement
তারা হলো- জোরারগঞ্জ মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার আলাউদ্দিনের পুত্র রেজাউল করিম (২৪) ও ফজল করিম (২১), নূর নবীর পুত্র ফরহাদ (১৮) ও নাছির উদ্দিনের পুত্র মমিন উদ্দিন (২৩)-কে আটক করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক আসামিদের দেহ ও ট্যাক্সি তল্লাশি করে তাদের দেখানো মতে ৩টি দেশীয় তৈরি ধারালো রাম দা, ২ বোতল বিদেশি মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
Advertisement
আটকরা জানায়, তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেট কার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিতো। এ ছাড়া তারা চট্টগ্রাম ও ফেনী জেলায় মাদক বেচাকেনা করত। তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।