নাশকতার অভিযোগে বিএনপি নেতা ইউনুস মৃধা গ্রেপ্তার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১১টার সময় তার খিলগাঁওয়ের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে রামপুরা থানায় রাখা হয়েছে।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাজধানীতে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুটি পৃথক মামলা রয়েছে। সেই দুই মামলায় ইউনুস মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি  মফিজুল আলম বলেন, মাতুয়াইলে সংঘর্ষ, নাশকতার চেষ্টার পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধা।

Advertisement

তাকে গ্রেপ্তারের পর আমাদের যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। আজ (২৩ অক্টোবর) দুপুরের পর তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বলেন, ইউনুস মৃধা ভাই সব মামলায় জামিনে আছেন। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপির ৩৫ জনের বেশি নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলেও অভিযোগ করেন মিন্টু।

Advertisement

রোববার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভাতেও উপস্থিত ছিলেন মৃধা।