দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব

SHARE

5034বাংলা খেয়াল সবার মধ্য ছড়িয়ে দিতে চ্যানেল আইয়ের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব-১৬’। ৩১ জানুয়ারি সন্ধ্যায় শুরু হয়ে উৎসবটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে ১ ফ্রেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।

এ বছর উচ্ছাঙ্গ সংগীতে ‘চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব আজীবন সম্মাননা’ পাচ্ছে প্রতিষ্ঠান ‘সংস্কৃতি কেন্দ্র’।

এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে ৩০ জানুয়ারি এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংগীতজ্ঞ আজাদ রহমান বলেন, ‘উচ্চাঙ্গ সংগীত নিয়ে উপমহাদেশে একটি উৎসবের আয়োজন করে চ্যানেল আই ইতিহাসের অংশ হয়ে থাকছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে চ্যানেল আইয়ের বিভিন্ন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন সংগীতগুরু ড. হারুন অর রশীদ, ড. আশিক রায়, অনিল কুমার সাহা, ডালিয়া নওশীন, সালাউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন, শাহীন সামাদ, সেরাকণ্ঠ আলিফ লায়লা, ইউসুফ প্রমুখ।
উৎসবে অংশ নেবেন- সঙ্গীতগুরু আজাদ রহমান, ড. হারুন অর রশীদ, ড. আশিক রায়, অনিল কুমার সাহা, ডালিয়া নওশীন, করিম শাহাবুদ্দিন, সালাউদ্দিন আহমেদ, ড. লীনা তাপসী খান, ড. নাশিদ কামাল, ফেরদৌস আরা, শাহীন সামাদ, ফিরোজ খান, খায়রুল আনাম শাকিল, গাজী আব্দুল হাকিম, লিও জে বাড়েই, প্রিয়াংকা গোপ প্রমুখ।

‘চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব আজীবন সম্মাননা-১৫’ পেয়েছিলেন ওস্তাদ ইয়াছিন খান।