যুদ্ধ জাহাজে ফিলিস্তিনের পতাকা টাঙিয়ে ইরানের নৌমহড়া (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার, ২২ অক্টোবর ২০২৩ : ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়েছে হঠাৎ নৌমহড়া চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেশটির উত্তর-দক্ষিণ জলসীমায় এ মহড়া চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।

Advertisement

এ মহড়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর ২ হাজার ৭০০ বোট অংশ নেয়। সঙ্গে ছিল যুদ্ধ জাহাজও।

ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডার রিয়ার এনডিমাল আলিরেজা তাংসিরি বলেন, ইরানের নৌবাহিনীর সদস্যরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে পারস্য উপসাগর, কাস্পিয়ান সাগর এবং ওমান সাগরে মহড়া চালিয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, নৌবাহিনী মহড়া চালানেরা পাশাপাশি সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরাক এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন বন্দরে একযোগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

নৌবাহিনীর এই কমান্ডার বলেন, ইরানসহ বিশ্বের ১২০ দেশ ফিলিস্তিনিদের জাতীয় পতাকাকে সমর্থন জানায়। নির্যাতিত ফিলিস্তিনের পতাকা তুলে ব্রিটেন এবং ইউরোপেও বিক্ষোভ হয়েছে।

তিনি বলেন, মহড়ায় অংশ নেওয়া যুদ্ধজাহাজে ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধ জোটের পতাকা শোভা পেয়েছে। মহড়ায় অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের নিপীড়িত জনগণকে রক্ষায় নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

Advertisement

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি হামলায় প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান।

সূত্র: তেহেরান টাইমস