হাতুড়ি দিয়ে আঘাত করে গৃহবধূ তাসলিমাকে হত্যা, আসামি গ্রেপ্তার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বগুড়া প্রতিনিধি,শনিবার, ২১ অক্টোবর ২০২৩ : বগুড়ায় তাসলিমা নামের এক গৃহবধূকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় শাকিব উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং নিহতের শিশুপুত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার রাতেই তাকে গেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব হত্যার কথা স্বীকার করেছেন বলে শনিবার (২১ অক্টোবর) দুপুরে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানিয়েছেন।

Advertisement

গ্রেপ্তার শাকিব বগুড়া সদরের রাজাপুর এলাকার মো. আনিছার রহমানের ছেলে এবং অটোরিকশা চালক।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, আমরা ‍খুব গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ এবং নিহতের শিশু ছেলের দেওয়া তথ্যে আমরা আসামিকে চিহ্নিত করতে সক্ষম হই। তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের বাবা জাহিদুল ইসলাম হত্যা মামলা দায়েরের পর শাকিবকে গ্রেপ্তার দেখানো হয়।

Advertisement

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর আসামি হত্যার কথা স্বীকার করেছেন। আসামি জানান, ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। অন্য গাড়ির সঙ্গে ধাক্কায় তার গাড়ির মাডগার্ড বেঁকে যায়। শাকিব গাড়ি ঠিক করতে হাতুড়ি নেওয়ার জন্য তার প্রতিবেশি বোন বলে পরিচিত তাসলিমার বাড়িতে যান। গাড়ি ঠিক করার পর তাসলিমা শাকিবকে বাড়ির মধ্যে ডেকে নাশতা করতে বলেন। এ সময় তাসলিমা শাকিবের কাছে পাওনা ১০ হাজার টাকার প্রসঙ্গ তোলেন। তখন শাকিব পরে টাকা দিতে চান। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে হাতুড়ি দিয়ে তাসলিমাকে আঘাত করেন শাকিব। কিন্তু সেই আঘাত লাগে তাসলিমার ছেলে (৩) কাজিমের মাথায়। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে তাসলিমার মাথায় হাতুড়ির আঘাত করেন শাকিব। এই আঘাতে তাসলিমা অচেতন হয়ে যান। তখন শাকিব তাসলিমার মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যান।

Advertisement

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে সিরাজুল ইসলামের স্ত্রী তাসলিমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘাতকের হাতুড়ির আঘাতে আহত নিহতের ছেলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত তাসলিমা আক্তার