কাশিমপুর কারা ফটক থেকে জঙ্গি সংগঠনের সদস্য গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আরপি গেট (মূল ফটক) থেকে পলাতক এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার জঙ্গি সংগঠনের সদস্য হলেন মাহতাব ইসলাম (৩২)। তিনি পাবনার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর গ্রামের হাবিব মন্ডলের ছেলে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহতাবের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

Advertisement

মাহতাব কাশিমপুর মহিলা কারাগারে বন্দী স্ত্রী শাপলা খাতুন এবং পার্ট-৪ কারাগারে বন্দী শ্যালক মোহাম্মদ আল মামুনদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কারাগারের সামনে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি নব্য প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার সদস্য।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম বলেন, জঙ্গি সংগঠনের একজন পলাতক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে উনি কোন জঙ্গি সংগঠনের সদস্য, তা এখনো জানা যায়নি।

মাহতাব ইসলাম